আমাকে একটি ধর্ম দাও - ফরিদ তালুকদার
অনেকদিন ধরে আমি কোনো কবিতা লিখি না
আসলে অনেকদিন ধরে আমি তেমন কিছুই লিখি না!
অনেকদিন ধরে আমি শুধু একটি গোলাপের মনোব্যথাকে পড়ি
অনেকদিন ধরে আমি শুধু একটি মায়াফুলের অতৃপ্ত বাসনাকে অধ্যায়ন করি
অনেকদিন ধরে আমি জীবন সংগ্রামী দুরন্ত এক পিঁপড়ের অকস্মাৎ জীবন হারানোর শোকে শামিল হই!
গভীর না হ'তেই মেরুদণ্ডে ঝুঁকে পড়ে যুবতী রাতের শরীর
সহস্র বছরের ঘুম ভেঙে বাতাসে ভেসে উঠে কিছু ফসিলের পুরনো আর্তনাদ, আমি ঘুমোতে পারি না!
অথচ পৃথিবীকে উর্বর ঘোষণা করতে বারুদের বিস্ফোরণ ফুলের পাপড়ির মতো মায়ের রক্তাক্ত বুকের পরে ঝরিয়ে দেয় দুধ শিশুর নিথর দেহ!
আর তারপরেই আমাদের কন্ঠে উঠে মানবতার গান!
পূন্যার্থী হয়ে আমরা ভিড় জমাই উপাসনালয়ের দুয়ারে দুয়ারে
আমাদের পাপের মোচন তাতে হয় কিনা জানি না, সেতো ঈশ্বরের দফতর
তবে উপাসনালয়ের প্রাচীরের মতোই আমাদের হৃদয়ে ক্রমশঃ উঁচু হ'তে থাকে বিদ্বেষের কালো দাগ!
আমাকে একটি ধর্ম দাও
যেখানে 'এন্টি সেমিটিজম' আর 'ইসলামো ফোবিয়া' বলে কোনো শব্দ নেই
আমাকে একটি ধর্ম দাও
যেখানে যীশুকে ক্রুশবিদ্ধ হয়ে ফিরে যেতে হয় না
আমাকে একটি ধর্ম দাও
যেখানে 'রাম মন্দির' আর 'বাবরি মসজিদ' এর বোধ নিয়ে দ্বিধাবিভক্ত মানুষ খুনীর ভূমিকায় অবতীর্ণ হয় না
আমাকে একটি ধর্ম দাও যে পরক্রম আর হীন স্বার্থের হাতে গুটি হয় না, যে আমাকে ধার্মিক করতে গিয়ে অমানুষ করে দেয় না
আমাকে একটি ধর্ম দাও...
অনেকদিন ধরে আমি আর কিছু লিখি না, লিখতে চাই না
অনেকদিন ধরে আমি বোধের দুয়ার খুলে এই পৃথিবীর মুখ-মন্ডল দেখি না!
আমাকে একটি ধর্ম দাও
যাকে সত্তায় ধারণ করে প্রভূর কাছে গিয়ে দ্বিধাহীন আমি বলতে পারবো- 'আমিই তো সেই এক ধার্মিক মানুষ'!
অনেকদিন ধরে আমি নিজেকে যে আর মানুষ বলে ভাবতে পারি না!
('নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')
ফরিদ তালুকদার
জুন ২, ২০২৪
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
24-06-2024
-
-