কবিতা হোক এমন - তুষার রায়
কবিতার সাথে কথা হোক
স্নিগ্ধ অনুভবে,
নিঃসঙ্গতা মুছে দিক
মুগ্ধ কলরবে।
কবিতা ছড়াক সুগন্ধ
হৃদয়ের আঙিনায়,
নিথর জলে ভেসে যাক
মরালী ভঙ্গিমায়।
কবিতা জ্বালুক আলো
তাড়িয়ে নিকষ কালো,
অন্ধজনে দৃষ্টি দিয়ে
জাগ্রত করুক ভালো।
কবিতা এসে বসুক পাশে
একটু স্মিত হেসে,
কিছু কথা বলুক উচ্ছ্বাসে
ক্ষণিক ভালোবেসে।
কবিতা ভাসাক ছন্দে
অসময়ে অকারণে,
মৌন শীতেও সাজাক
বাসন্তী প্রসাধনে।
কবিতা উঠুক গান গেয়ে
গ্রীষ্মে মেঘমল্লারে,
শ্রাবণধারায় আকুল করুক
পাষাণহিয়ার কন্যারে।
কবিতা হোক না প্লাবন
ভাসিয়ে অবাঞ্ছিত,
আনুক বয়ে উর্বর পলি
যা দীর্ঘ কাঙ্ক্ষিত।
কবিতা নিয়ত জাগাক প্রাণ
ভীত, ত্রস্ত, মৃতজনে,
অশুভশক্তি জয় করে
হাসাক হৃষ্টমনে।
কবিতা যোগাক শক্তি
সংকটে, বিহ্বলতায়,
দ্রোহ-দুর্যোগ করুক পার
প্রশ্নাতীত বিশ্বস্ততায়।
কবিতা দেখাক স্বপ্ন
স্বর্ণপ্রভ আগামীর,
আজ জাগুক সেই জলধারা
যা রূপ পাবে বারিধির।
তুষার রায়
১৬ জুন, ২০২৪
ক্যানবেরা, অস্ট্রেলিয়া
-
ছড়া ও কবিতা
-
01-07-2024
-
-