অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফরিদ তালুকদারের দুটি কবিতা

১) নীল সায়র

কিছু কাজ না হয় বেখেয়ালেই থাক পড়ে 
জীবন সে তো এক খেয়ালির হেয়ালি
ভালোবাসা আজ শুধু মৃত্তিকার গান গায়!

ভুলের তীর্থে হেঁটে হেঁটে অগণন পথ
ঝরা ফুলের গন্ধ বুকে বাতাসে পেতেছি শিয়র

দুঃখ নেই 
দুয়ার খুলে দিলেই সোনা-রূপা ঝরায় আকাশ
জলের ঘরে বাজে ঘুমপাড়ানির তান

আর কিছু নেই, আর কিছু নয়, আর কিছু থাকে না
যদি চাও নিও এসে-
সময়ের ভাঁজে লেখা এক বিচ্ছেদের সমন!

২) সে তো আর কেউ নয়

সে তো কেউ নয়
তবু কেন এই এড়িয়ে যাওয়া?

সে তো শুধু নামহীন জোছনায় ফুটে ওঠা-
শ্যামল বাংলার ললাটে এক লাল টিপ
সে তো আর কেউ নয়
তবে কেন এই এড়িয়ে চলা!?

চৈত্রের নিভৃত দুপুরের নির্জনতা ভেঙে-
সে তো শুধু পাশের ঘরে নববধূর হাতে বেজে উঠা বেলোয়ারি গুঞ্জনের মাদকী সন্ত্রাস, হৃদয় মথিত করা একসার তোলপাড়! 
সে তো আর কিছু নয়
তবে কেন এই পলাতক মন!?

অগোছালো মনে মেঘের কোল ঘেসে এলো কুন্তল,
পূবালী হাওয়ায় উড়ানো আনকোরা শাড়ীর আঁচলে দেখা মোহময়ী আকাশ
সে তো আর কেউ নয়---

সে তো আর কেউ নয়
ঝর ঝর শ্রাবণ দিনে হৃদয় খুন করা এক অব্যক্ত অশান্ত বিকেল-ই শুধু!

সে তো আর কেউ নয়, তবে কেন এই...!

ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা