ভাবনায় ডুব সাতার - ফারজানা পারভীন
চারদিকে চেয়ে দেখি সব কিছু অস্পষ্ট অমলিন।
কোথাও নেই তুমি, তবে কি আমার ভাবনা অর্থ হীন,,।
আকাশের সপ্তর্ষি জেগে আছে তোমার পথ চেয়ে
কখন যেনো ভেসে আসো সপ্তডিম্গা নাও বেয়ে।
সেই আশাতে দিন রাত এক করে চলছে আমার অর্থহীন ভাবনারা
কিছুতেই কোন কাজে ভাল্লাগে না আর কখন যে হারিয়ে যাই
কোন এক মনো বনে মায়ামোহ হয়ে জেগে থাকতে চেয়েছিলাম,
হায়রে পৃথিবী র মানুষেরা তোমাদের কি নাই কোন জাগতিক বাস্তবতা,
তোমরা কি বুঝতে চাওনা চন্চলা মনের কোনের কতো যে বাজে অস্হিরতা,।
আমার কনকাঞ্জলি হয়ে গেছে সেই কবে তখন তো টের পাইনি,
আজ যদি দেবতার দোহাই দিয়ে তোমায় চেয়ে নিতাম আমার ছায়া তলে,।
তরুনিমা বিথিবনে পথিকের মায়া লগ্নে আমিও যে ছিলাম।
হয়তো তোমার চোখের বালি হয়ে পরেছিলাম ক্ষনিকের তরে।
আর কতো পথ দিতে হবে পাড়ি,কোন মহা গগন তলে,
তবে কি আমায় আরো নিশি ভোর জাগতে হবে অবলীলায় অবক্ষয়ে,,
যাপিত জীবনে নেইকোন সুখ আছে নৈরাজ্যের বাদ্য,
কতো কাল আর শুনিয়ে যাবো অচিন পুরের মহাকাব্য।
তুমি তো শুনো নি আমার কোন আর্তনাদ
জীবনসায়াহ্নে এসে পৌঁছাতে পৌঁছাতে যদি পাই অবকাশ,,,,
কৃন্ষচুড়ার ডাল বেয়ে রক্তিম আভা ছড়ায় সর্বাঙ্গে এ যেন কালিদাসের সুরা আর সাকির আয়োজনে চলে নিত্যনতুন ভাবনা,,
প্রিয়ার কালো চোখের চাহনিতে মাদকতা মিশিয়ে
চলছে জলশার আয়োজন
অবলিলায় নৃত্য চন্চলা চপলার চকিত চমক আমার ভাবনায় সুর তুলে দেয়,।
আমি তো বহুপথ হেঁটে খরকুটু পেরিয়ে সেই আশ্রয় খুঁজি
অসিমের অসিম তুমি আমার মায়াজালে আসীন হয়ে যোগসাধনায় রও মত্ত।
মনরে আমি বলি শোন, তুমি তোমার ভাবনাহীন আস্তা বলে চলে আসো।
আশার ভেলারা ভেসে ভেসে হয়তো আসবে কোন নীলসাগরের শেষ কিনারায়।
তখন যদি তোমার নাগাল পেতে চাই কোন তন্ত্রের সাধনায়,
খোঁজে নিবো কোন রাজহংসী র বেশে জড়াবো তোমায় কাশফুলের জালে,,
জীবনানন্দের সাথে সুরে সুর মিলিয়ে গেঁথে নিবো শক্ত অবস্থান
রবিঠাকুরের কবিতার মতো ভালোবাসা দিবো ঝড় ঝড় ধারায়,,
হারিয়ে যাবো নজরুলের বাশীর সুরের মূর্ছনায়
আমি তো ভেবেছি ভাববো না আর অথর্ব ভাবনার কোন মায়াজাল,
এখানেই শেষ করে দিবো কাব্যিক কথার হালচাল,,,
ফারজানা পারভীন
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
04-07-2024
-
-