সূর্য গ্রাস - দেওয়ান সেলিম চৌধুরী
বিষণ্ণতার আলো দেখেছি সেদিন
দেখেছি পূর্ণ সূর্য গ্রাস।
“আলোর মলিনতা” দিয়ে গেলো মনে
অনাগত দিনের আভাস।
সূর্যের কারণেই হয়তবা পৃথিবী হারাবে তার
প্রাণের পূর্ণ ইতিহাস।
আজ থেকে অনেক অনেক পরে
অনাদি কালের পথ ধরে
হয়তবা অন্যগ্রহে মানুষ করিবে বাস
জীবন থেকে মুছে ফেলে চিরতরে
ধর্মের পৌরানিক বিশ্বাস।
প্রকৃতিকে চিনিবে যারা, জীবন ধারা
তারাই চিনিবে ঈশ্বর,
যার সাথে মিলে মিশে বাস করে
প্রাণের এই খেলাঘর।
তাই অহেতুক দু’হাত পেতে
মাগিবে না আর বিধাতার বর।
প্রকৃতি যা চায়, কে ঠেকায়,
কে এমন শক্তিধর?
এই সত্যকে মেনে নিয়ে
বিলুপ্তির ভিতর দিয়ে
হারিয়ে গেছে একান্ত অনাদরে
ইতিহাসের বিশাল ডাইনোসর।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
07-07-2024
-
-