অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তুমি - হারুন রশীদ

য়েছ তুমি শুভ্র পারাবত সম হৃদয়ে মম
শূন্যে মেলি পাখা উড়াল দিয়ে সখা
প্রতিমা হয়ে থাক আলোক বর্তিকা সম।

বিরহ আগুনে পুড়ি যাতনা ভরি
হয়ে আছি ক্লান্ত শ্রান্ত অশান্ত 
পরম চরম তৃষিত আমি 
অতৃপ্ত পরাণে পরম প্রাণান্ত।

নীড় ছাড়া আমি পথহারা সদা 
রহি উদ্ভ্রান্ত দুরন্ত
আছি আমি হেথা দিন শেষে যেথা 
রবি হয়েছে পড়ন্ত।

ঘন নিশীথে তোমাকে খুজি 
তোমার আলোয় পথ খুজে পাব বলে
শান্তি প্রশান্তি প্রথিত রবে 
কল কাকলি ভরি তোমারি ছায়া তলে।

হারুন রশীদ 
আষাঢ় ৩, ১৪৩১
জুন ১৭, ২০২৪
অটোয়া, কানাডা