অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আনমনা - ফারজানা পারভীন

জ কেন যেনো মনে হলো,আমি ভালো নেই, কেন ভালো নেই  তা জানি না
আজ মনে হলো আমিও কি আমার মাঝে পরিপুর্নতা পাই নি?
সুখের রাজ্যে জাগরিত আমি তাহলে কি অসুখে ভুগছি?
নাকি আমার পিঞ্জরার মাঝে বিশেষ কোন ক্ষত হলো।
মরিচিকার মায়া জালে জড়িয়ে আছে স্বপ্ন গুলো।
আমার আকিঞ্চন গুলো আর পাখা মেলে উড়েতে পারেনা,
কৃষ্ণ সপ্তমীর মিইয়ে পড়া জ্যোৎস্নার সাথে মিশেছে ফ্যাকাশে আলোরা
চারিদিকে ছড়িয়ে পরছে  আলোহীন পাংসে জীবনের হাহাকার।
আজ গোধূলি লগ্নে তুমি ক্লাসিক যুগের সুদর্শন 
কেমন করে যে জড়িয়ে আছো আমার অঙ্গন।
আশা হীনা, ভাষা হীন আলো আঁধারের খেলার মাঝামাঝি। 
পৃথিবী আমাকে সাজিয়ে তোলে সবুজ সোনার কাঁচলি পরিয়ে
সে দিনের বসন্তের বাঁশি তে লেগেছিলো প্রিয় বন্দনার তান।
তখন তোমার অর্ধনিমীলিত চোখের পাতায় ছিলো আমার দীর্ঘ নিশ্বাস। 
আমার বিস্মৃত বেদনার আভাস টুকু  ঝরা ফুলের মৃদু গন্ধের মতো
এনে ছিলো তোমার  বুকে নব বসন্তের হাওয়া।
আমি বেঁধেছি তোমাকে আপনার মনের গ্রন্থিতে 
অবাক চোখে দেখি তোমায় আপন চৈতন্যে।
দিনে দিনে তোমায় রাঙ্গিয়েছি আমার ভবের রঙ্গে
কখনো ঝড়ের বেগে কখনো মৃদু মন্দে,,।
আকাশের বিশালতায় শেষ রাএির শুঁক তারা হয়ে
প্রভাতের আলোয় ডুব দিলো আপন আলোর ঘটখানি।
প্রান্তশায়ী শ্রান্ত জলশেষের  মতো মুদে আসা মধুর উদাসীনতা 
দক্ষিনা হাওয়ায় নব যৌবনের ভাটিয়ারী গান
বাজিয়েছো পঞ্চমরাগে।
সুখের কাননে নিশি দিন  নীরব সংগীতে বাজাবো
আপন বীণ।
আশারা বেঁচে থাকে আশার মাঝে প্রানের ক্রন্দনে
তাই আজ ধরাতলে আনন্দ উচ্ছাসে পরিপূর্ণনে
বেঁচে আছি অবনির কোলে অবনমিত হয়ে 
বিশ্বাসের আকন্ঠ  আড়ম্বরিতে,,।

ফারজানা পারভীন
বাংলাদেশ