অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দৃষ্টিভঙ্গি - শ্রী উজ্জ্বল সামন্ত

তোমার প্রকাশ শব্দে, আমার অনুভূতি,
চোখের গভীরতায় আর্দ্রতা এখন বজায় রাখি।
প্রস্ফুটিত গোলাপী ঠোঁটে স্মিত হাসির ঝলক,
কাজল কালো হরিণ চোখ লজ্জায় নামায় পলক।।

আদুরে আলাপ না বলা কথারা জাল বোনে,
সময় কখন থমকে দাঁড়ায় প্রেমের আলিঙ্গনে।
হৃদস্পন্দনের গতি প্রকৃতি বোঝা বড়ই দায়,
জ্বলছি আমি পুড়ছে হৃদয় প্রেমেরই উষ্ণতায়।।

স্মৃতি নিয়ে ঘরে ফেরা একা একলা মন,
মনের মানুষ মনেই থাকে বড় আপনজন।
যদি জিজ্ঞেস করো সুখের সংজ্ঞা কি? 
ভালোবাসাই পরম প্রাপ্তি , বাকিসব বাহ্যিক!

তবুও মানুষ পার্থিব সুখে হয় যে বিভোড়,
মোহ শেষে কল্পনার অবসান, বাস্তবের আঁচড়।
অনুভূতি যদি শব্দ লেখো, ভালোবাসা বর্ণমালা,
গল্প সবারই থাকে, 
জীবন, দৃষ্টিভঙ্গিতে আলাদা আলাদা...

শ্রী উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ