অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ভেঙে পড়েছে বোধের প্রপেলার - এম এ ওয়াজেদ

প্রেয়সী শুকতারা -
উইলিয়াম শেক্সপিয়রের নাম শুনেছো নিশ্চয় 
পড়েছো কী মার্চেন্ট অব ভেনিস নাটক 
স্মৃতিভ্রষ্টতার এই কলিকালে জানো শুকতারা 
চরিত্রের মর্মার্থগুলো ভুলে যায় 
আরো ভুলে যায় নাটকের অধ্যায় পরিচ্ছেদ সংলাপ 
তবে কসম করে বলতে পারি 
সামাজিক নষ্টাচারের কমার্শিয়াল শাইলক 
আজো আমার অকবি সত্তায় চির ভাস্বর ।

নিসর্গের শোকবিহীন অনাড়ম্বর রসহীন অধঃপতন  
খোঁজ করে ঘুমহারা উপবাসী অন্তর্বাহী জলধারা 
শুকতারা , তুমি হয়তো বিশ্বাস করবেনা 
পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে 
সার্বভৌম কর্তৃপক্ষের দাবিদার 
কয়জনই বা সুস্বাদু জলের সন্ধান পেয়েছে 
রাষ্ট্রদ্রোহিতার ফাঁসিদণ্ডের প্রতিবাদী মুখগুলো 
সত্যিই কী ন্যায় বিচারের উপমা ছিল ?

শুকতারা , তুমি তো জানো সাপের পা নাই
এটাও জানো সব সাপের কামড়ে মানুষ মরেনা
অস্তাচল পর্বতের অন্তরালে সূর্য যখন চলে যায় 
পৃথিবীতে তখন নেমে আসে আঁধার 
আবার রাষ্ট্রীয় আঁধার তীব্র হলে 
থেমে যায় বিকাশের প্রবেশ পথ 
মাথা চাড়া দিয়ে উঠে ভোগবাদী সুবিধাবাদ 
রাষ্ট্রীয় কলোনাইজারেরা আমদানি করে 
বিলুপ্তির কৃতদাসিক ট্রেড লাইসেন্স 
নির্বাসিত হয় জনদাবির মৌলিক প্ল্যান্টেশন 
উদারবাদের ধ্রুপদি সিভিল ডিক্লারেশন ।

জানো শুকতারা , ক্লাসিক্যাল মুক্তিবাদ আজ 
কৃপণ শাইলকের নষ্টিক পদতলে চুমু খায় 
আমাদের সত্তা আজ নিয়তিবাদের নিকট সমর্পিত 
তুমি হয়তো ভাবছো - 
আবার আলোকিত শুভবুদ্ধির উদয় হবে 
নিরাপদ আবাসভূমি হবে পৃথিবীর দ্বান্দ্বিক আঁচল 
তোমার মতো আমিও শান্তিবাদের আশাবাদী 
তবে জেনে রাখো 
ভেঙে পড়েছে বোধের প্রপেলার 
বিশ্বাসনির্ভর উপাদানগুলো সামষ্টিকভাবে 
অস্তিত্বের পরাগায়নে লাগাতে হবে কাজে 
আর উপড়ে ফেলতে হবে 
পরিতাপের অভিশাপ চারা ।

 এম এ ওয়াজেদ 
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ