অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফারজানা পারভীনের কবিতা

১) উপমা

মি যদি হতাম কোন  কালে কোন এক মহাকাব্যের নায়িকা,
 যদি হতে পারতাম ঐ উপন্যাসের নায়িকা
যদি হতাম কালিদাসের মেঘদুতের বিশালতায়  
হরেক রকম উপমা।
আমার উপবন জুড়ে উপবিষ্ট হতো হাজারো রুপকথার মালা।
গাঁথা হতো  স্বপ্নের মতো উপমার ফুলঝুরি। 
কেও বলতো আমার অন্জন কালো দুটি চোখ,
আবার কেও বলতো মুখের ভাষায় আমার মহা তরঙ্গ,,।
এখনো ভাবি যদি এমনই হয়, আমিই আমার  উপমা,
কোন এক কৌমুদী স্নাতে আমিও বসে বসে হই ভাবমগ্ন,।
অহেতুক গুঞ্জরনে বাজাই গান্ধার গাম্ভীর্যতা।
আসলেই তো আমার নেই কোন উপকথার উপমা
নেই  কোন গুণাতীত  গুণাকরা। 
তবুও আশায় আছি নিরাশার দুয়ারে দাঁড়িয়ে 
নিশি ভোর জাগতে হবে করতে হবে চর্চা। 
যদি কোন ফেরারী পাখির নৃত্যের তালে তালে 
আমিও যাই দ্রুততম চরণে সামনে এগিয়ে
আমার মল্লিকা বনে মল্লিকা রা আজ জাগিছে 
নতুন ধ্যানে,,।
তবে কি নতুন কোন উপমাতে আজি হবে যাএা শুরু?
মরমিয়া কোন সুর বাজিয়ে চলে যাবো বৃন্দাবন 
সুখের লাগিয়া ভাঙবো আমি আমার মৌনব্রত। 
মৈত্রী  দিয়ে গড়তে হবে জাগতিক কোন কর্মশালা
যেথায় শুধু  খেলা করবে প্রানের স্পন্দনে প্রাণ।
জাগবে নতুন পাড়, রচিত হবে সুন্দর তম কাব্যিক  কোন গান।
সুনশান নিরবতায় ভাসিয়ে দিবো আমার স্বপ্নের শয্যা। 
শতরঞ্জি পেতে জানান দিবো সরোবরে ফোটা লাল টুকটুকে  পদ্মকে।
তোমার মতো আমিও চাই বিশেষ কোন সলজ্জ উপমা।
দিতে পারো? তুমি  আমায়, আমার জীবনের অনিঃশেষ উপমা,,,,?,।

২) আমার আমি

নিজের মতো নিজে বেঁচে আছি আমি, কিসে সুখ, কিসে দুখ কিসে ভালো-মন্দ, দিনের শেষে মহা গনন তলে, নিমজ্জিত আমি, বেদনাতুর ভগ্ন মন্দিরায়  তাল বাজিয়ে চলার শব্দ টা বড় হৃদয় বিদারক হয়ে বাজে  আমার বুকের গহীন গাঙ্গে,,। আলুথালু বেশে আলুলায়িত কেশে নিঃশব্দ  পদচারণায় আমার চলাচল। হিজলের ডালে তমালের তলে পলাশ রাঙা আগুনে পুড়ে রাঙাই হৃদয়। গুবাক তরুরাজি ঠায় দাঁড়িয়ে আছে আমার পানে চেয়ে, কখন যেনো নেচে গেয়ে মাতিয়ে তুলে পৃথিবীর আঙিনা। অবনী পরে অশেষ  কৃপানিধি বহু যুগ ধরে বহু সাধনায় নিমগ্ন হয়ে রয়, আমার আশারা, আমার ভাষারা নির্বাক অবিচল অবিরত।  মুল্যহীন আমার সময় আমাকে দেয় শুধু  অভিশাপ। আশারা বেঁচে থাকে নিরাশার দোলায়, নিয়তির অমোঘ বিধানের কাছে দিতে হবে ধরা, তবুও পার হতে হবে জন্ম আজন্ম কতিপয় কিছু কাজের বিনিময়ে।  আমি/আমরা তো বেঁচে আছি মহা যন্ত্রণা মুলক বটবৃক্ষকে বুকে ধারন করে,,যার পরিনতিটাও জানি না। আকাশের বিশালতায়, বিবেকের তাড়নায় আমার সুক্ষ৷ ক্ষমতার কাছে আমি আজ নির্বিকার,,,। তবুও আমি আমার মহিমায় আপন ভুবনে আপন হারাদের মাঝে জাগ্রত থাকতে চাই,,,, 

ফারজানা পারভীন 
বাংলাদেশ