আশা - বিজয় কর্মকার
পাখির কাকলি শোনা হয় নাই কতকাল
নগর গ্ৰাস করে নিয়েছে সব গাছ
ও লতাগুল্ম-সবুজ। আলাপি মানুষ নেই
সকলেই কেজো ব্যস্ত আপন ধান্দায়।
বাইরের রকগুলি কবেই বিলুপ্ত
রকবাজি নেই-নেই গোল হয়ে তাস খেলা।
যৌথ পরিবার-পুরোনো অ্যালবামে, আড়ালে
দু'দন্ডের আলাপচারিতার দৃশ্য বিরল।
পৃথিবী একটি গ্ৰাম-মিথ্যা, মহা ভুল;
প্রতিটি মানুষ একেকটি দ্বীপের মতন
কারো সাথে কারো কোন সংযোগ নেই
-ঊনকোটি যদুবংশ ভেঙ্গে খানখান।
তবু এখনো তো কেউ কেউ মানবিক তাই
করমর্দনের হাত ততোটা দুষ্প্রাপ্য নয়
এখনো পাশে দাঁড়ানোর মতো কিছু মানুষ
আছে বলে স্বজন-সান্নিধ্য অনুভব হয়।
মনে আশা একদিন স্বরচিত গুটি থেকে
প্রজাপতির মতো মানুষ বেরিয়ে আসবে।
বিজয় কর্মকার
গজা, চিত্রশালী
প:বঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
31-07-2024
-
-