অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
গদ্যময় - কিরণময় নন্দী

য়তো এ জীবন গদ্যময় 
হয়তো কোনো উপন্যাসের উপসংহারে লেখা কয়েকটি লাইন,
কিংবা, সুবিশাল কবিতার নিম্ন কণ্ঠের কটা শব্দ....
ভীষণ ক্ষুদ্র এ জীবন।

তবুও বিশ্বাসঘাতকতা 
সীমাহীন লোভ,
মারামারি, খুন, বলাৎকার 
আরও কত কি.....

আত্মকেন্দ্রিকতা, বিভেদ, বিভাজন 
হিংসা, উত্তরণের সিঁড়ি থেকে অবলীলায় নামিয়ে দেওয়া,
কি নেই......

সত্যি ভালো নেই আমার প্রিয় কাব্যগ্রন্থ,
ভালো নেই আমার প্রিয় ব্যপ্তির উপন্যাস
ভালো নেই আমার হঠাৎ থেমে যাওয়া ছোটো গল্প.....

সামান্য কটা টাকার জন্য জীবন চলে গেলো ছেলেটার,
যৎসামান্য দাবি সামনে রেখে দুনিয়া ছাড়লো মেয়েটি,
আবার, প্রতিবাদ করে হয়তো "বরুণ মাস্টারমশাই "...

তুমিই তো শিখিয়েছো বেয়নেটের সামনে বুক চিতিতে দাবি আদায়ের,
তুমি শিখিয়েছো পথের লড়াই 
তুমি শিখিয়েছো হাতে হাত মুঠো করে বিপন্ন মানুষের সেবা,

কোথায় সেই শরীর উত্তাল করা কবিতার ভাষা,
কোথায় শিকল ভাঙা উপন্যাস,
কোথায় বা সেই দামাল ছেলের গল্প?

হয়তো এ জীবন গদ্যময়.....
কিংবা উপন্যাসের উপসংহারে লেখা......

কিরণময় নন্দী
হুগলি, পশ্চিমবঙ্গ