দোহাই, থামো - তুষার রায়
যেদিকে তাকাই, লাল কিংবা কালো
কোথাও দেখি না আর, স্নিগ্ধ আলো!
যার দিকে চাই, হাঙরের খোলা মুখ
মনে হয়, গিলে খেতে হয়েছে উন্মুখ!
সবকিছু আজ প্রশ্নবিদ্ধ, চিন্তা বিভাজিত
বিস্ময়, মৃত্যুও আজ হচ্ছে সংজ্ঞায়িত!
কে খেলে অদৃশ্যে, আগুন জ্বেলে দেশে?
কার ইঙ্গিতে হায়েনারা এলো ছদ্মবেশে?
এ কোন্ কুটিল ষড়যন্ত্র, নিষ্ঠুরতা হায়!
অকাতরে ঝরলো প্রাণ, কার ইশারায়?
একই তো মৃত্যু, একই হারানোর কান্না!
দোহাই, থামো, ষড়যন্ত্র-ধ্বংস-মৃত্যু আর না।
তুষার রায়
ক্যানবেরা, ২ আগস্ট ২০২৪
-
ছড়া ও কবিতা
-
04-08-2024
-
-