অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শুকতারা - প্রভঞ্জন ঘোষ

কৃষ্ণপক্ষের কালো
জোনাক তুমি জ্বলো,
ক্ষুদ্র ক্ষুদ্র আলো বুকে জমে
শুক্লপক্ষে সব আলো তাই এক হয়ে
চাঁদের সাথে একসঙ্গে নামে!

ঝরা পাতা রুক্ষ শীতে ঝরুক
কান্ড-শাখা-ডালকে খালি করুক,
আসছে প্রিয় ঋতুরাজে জানি
অসংখ্য ফুল,কিশলয়ে
মেতে ওঠে অপূর্ব বনানী!

রাত নামলে শুকতারা আড়ালে
অকারনে পশ্চিমে যায় ঢলে,
ঊষার বেলায় পূর্ব পানে দেখি
সব আলো তার নিয়ে আবার
প্রবল হয়ে জ্বলে।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিম বঙ্গ, ভারত