অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
বর্ণ্যাঢ্য শব্দাবলীর বর্ণহীন আকুতি - মোঃ শহিদুল ইসলাম জিতু

নেক খুঁজেছি 
এ-পাড়া, ও-পাড়া, ইশকুল-কলেজ- মাদ্রাসা, 
গলির মোড় হতে প্রধান সড়ক,
অরণ্য,  পাহাড়,  উপত্যকা,  বিস্তৃত সমতল
এ-দেশ সে-দেশ। 

এতটা খুঁজেছি 
   চোখের মানচিত্রে এঁটে যাবে  
       হাজার খানেক আস্ত পৃথিবী । 

এই মধ্যবর্তী সময়ে 
কতশবার এসে ফিরে গেছে হেমন্তের শীত,
রাতের অহমে ডাক দিয়ে গেছে  বিষণ্নতার প্যাঁচা। 
রঙহীন ফাগুন নিয়ে ঝরে গেছে আগুনের ফুল, 
বুকের পাঁজর ফুঁড়ে স্লোগান তুলেছে নিঃসঙ্গতা। 

নিশ্চুপ থেকেছি
তীব্র শিলাপাতের আঘাতে আহত বৃক্ষের মত ; 
চোখের পাতায় সাজিয়েছি
  বর্ণ্যাঢ্য শব্দাবলীর বর্ণহীন আকুতি 

 -স্তূপীকৃত প্রয়োজনের ভর বহন করতে করতে আমি ক্লান্ত, বিক্ষিপ্ত। 

আমাকে কেউ ভালোবাসেনি! 

সহিষ্ণু প্রতিক্ষায় আছি আজও।

মোঃ শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ