শিশু - মোঃ আব্দুল মুনিম
আমি বলছি।।
আজকের শিশু বড় হয়ে ধরবে হাল
ভাবনা কেনো তাতে ?
আলোক শিখায় আঁধার কাটিয়ে
রঙিন প্রভাত ফুটাবে।
জাতি ভেদে ভিন্ন জাতে
বেধোঁনা তাদের মন,
সময়ের স্রোতে চলতে দিলেই
ভরাবে আলোয় ভুবন।
ওরা হাঁসির উল্লাসে কাঁপাবে -পৃথিবী
আনবে শিউলি ভরা ভোর।
বিদ্যানিকেতনে সমবেত হয়ে ছড়াবে
জ্ঞানের সুর।
আকাশ ছুঁবে, মুক্তো আনবে পাতাল ফুঁড়ে,
ওরা হাসবে, হাসাবে, ভাবাবে খেলার ছলে;
রীতি ভাঙ্গিয়ে, ভীতি উড়াবে মুক্ত শিখনের ফলে।
আমি বলছি।।
আজকের শিশুর জন্য ভেবনা
ওদের যা আছে লুকায়িত,
সুযোগ পেলেই উপযোগী করে,
করবে উদ্ভাসিত।
থাকবে না ওরা বদ্ধ ঘরে, ক্লান্তি
ওদের ধরবে না;
ঝড় ঝাপটা মানবে না ওরা,
ভয় কি তা জানবে না।
আমি বলছি।।
ওরা দূর্জয়, জয়ের নেশায়
সারাক্ষনই মত্ত,
ছিনিয়ে আনবে, জগতের যত
অবিশ্বাস্য সত্য।
ওরা পরাজয়ে শিকল পরে থাকবে না,
আলসে খোলসে জড় হয়ে বসবে না;
সময়ের প্রয়োজনে বদলাবে ওরা পুরাবে নানান স্বপ্ন
অনাথের মুখে হাঁসি ফুটাবে জুগাবে
তাদের অন্ন।
মোঃ আব্দুল মুনিম
কুলাউড়া, মৌলভীবাজার।
-
ছড়া ও কবিতা
-
06-10-2018
-
-