অটোয়া, রবিবার ১২ জানুয়ারি, ২০২৫
ইকবাল কবীর রনজুর দুটি কবিতা

১) ভাট ফুল

নাদর অবহেলায় রাস্তার ধারে
থোকায় থোকায় ফুটে থাকে সাদা ভাট ফুল
টিউলিপ চেনে অনেকেই চেনেনা তারে
ঘেটু ফুল হয় নারীর ভূষণ কুন্তল
পরিত্যক্ত জমি, ভিটা, পাহাড় চূড়ায়
শোভা পায় সমান্তরাল রেল লাইনের ধারে
বসন্তের বাতাসে হেসে লুটোপুটি খায়
হেলে দুলে সে মুগ্ধ করে নজর কাড়ে।

সাদা-বেগুনি মিশ্র রঙের  পাপড়ি মেলে
বনজুঁইয়েরা আপন শোভা তুলে ধরে
মৌমাছিরা মধুর খোঁজে ঘোরে ভাট ফুলে
নিশিথে সুবাস বিলায়ে মোহিত করে
দেশী ফুল ভাটের কথা কেন যাও ভুলে?
গ্লাডিওলাস খোঁজো কেন ভাট থাকতে ঘরে!

২) জেগে ওঠো

লন্ত চলনবিল হচ্ছে ভরাট
পাবনা নাটোর সিরাজগঞ্জ জেলায়
একসময় ছিল গভীর ও বিরাট
লুপ্ত হচ্ছে অবহেলা আধুনিকতায়
ছিল গভীর, ভীতির আজ ইতিহাস
হুন, পাঠান, মোঘলের পায়ের ছাপ
আছে চলনবিলের ইতিহাসে প্রকাশ
প্রশ্ন এটা আশির্বাদ নাকি অভিশাপ?

নদ নদীতে চলতো লঞ্চ ইষ্টিমার
দেখিনা দাড়, গুন, লগি বৈঠার নাও
জাড়ি সাড়ি ভাটিয়ালী শুনিনাতো আর
চলনবিলে এখন ভেজেনা গা, পাও
গরু মহিষের গাড়ি হয় নদী পার
জেগে ওঠো বিল যদি বাঁচাতেই চাও।

ইকবাল কবীর রনজু, সহকারী অধ্যাপক, মির্জাপুর ডিগ্রী কলেজ, চাটমোহর, পাবনা।
স্থায়ী ঠিকানা- গ্রাম-দোলং, ডাকঘর ও উপজেলা-চাটমোহর, জেলা-পাবনা, বাংলাদেশ।