অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পাগল কে? -ইকবাল কবীর রনজু

কারে পাগল বলি?
পাগল কে এই সংসারে?
বিবেক বোধহীন মানুষই পাগল
পিটিয়ে যারা মানুষ হত্যা করে।

কারে নরাধম বলি?
নরাধম কে এই সংসারে?
যাদের পশুর সাথে তফাৎ নেই
যা খুশী তাই করতে পারে।

কারে অমানুষ বলি?
অমানুষ কে এই সংসারে?
যারা নৈতিকতার ধার ধারে না
থাকে মানুষের পোশাক পরে।

কারে পশু বলি?
পশু কে এই সংসারে?
যারা তোফাজ্জলদের পিটিয়ে মারে
নির্দ্ধিধায় বিনা বিচারে।

ইকবাল কবীর রনজু, সহকারি অধ্যাপক, মির্জাপুর ডিগ্রী কলেজ, চাটমোহর, পাবনা।