অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অসম্পূর্ণ পূর্ণচ্ছেদ - শীতল চট্টোপাধ্যায়

থ এখন সবচে' বেশি অচেনা।
নিজের কর্মবৃত্ত এখন সবচে'বেশি বিশ্বাসঘাতক।
সম্পর্ক শব্দটা কোনো মিউজিয়ামে এখন
রাখা হয়তো!
বন্ধু শব্দ এখন
অন্তরের আন্তরিকা বিহীন।
একটি মানুষেরই অনেক ছায়া আজ,
ভূমিকা আর উদ্দেশ্য
অধরায় তাই, স্পর্শ করেও সে মানুষকে
ধরা যায়না আজ।
নিজেতে-নিজের থাকার নিশ্চয়তা হারায় রোজ,
প্রতিদিন মানুষের অসম্পূর্ণ পূর্ণচ্ছেদের প্রশ্ন হয়না
কেন?

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ