ভরসার আঁচল - মহম্মদ সফিকুল ইসলাম
ভরসার আঁচল উঠে গেছে
আলো নেই
ছায়া নেই
অন্তহীন পথিক
আমাদের মায়া ছেড়ে, মা কড়া নেড়েছেন বেহেশতের দুয়ারে।
সূর্য নেমে গেছে দিগন্তের ওপারে
রাস্তা ঘোরাল সব, অন্ধকার রাত
নিঃসঙ্গ দ্বীপে ধ্রুবতারাটির দিকে অপলক দৃষ্টিতে নির্বাক।
মোরগের বাঙ, কোকিলের কুহু সুরে ঘুম ভাঙে
জেগে উঠি
চোখ মেলে দেখি, সূর্যালোকে ঘাসের ডগায় হাসে হীরা চুনি
মৎস্য শিকারে যায় সারিবদ্ধ বক
'মাঠে চল, বেলা হলো'
ক্রমশ বাড়ে চাষির কোলাহল
গোয়ালার হাঁক শুনি,দুধ নেবে গো!
'তেলাপিয়া, রুই,কাতলা, পাঙ্গাস, মৌরলা মাছ আছে',
একে একে ফেরিওয়ালা হেঁকে যায়।
ছোট বাচ্চাদের সাজিয়ে স্কুলে পাঠায় তাদের মা;
নিশ্চুপে দেখি, তখন মনে পড়ে শৈশবের মায়ের কথা
খোলা জানালার আলোয় দেখি তাঁর মুখ।
মহম্মদ সফিকুল ইসলাম
গোলাবাড়ি বাজার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
23-09-2024
-
-