তুমি ঘোরে আমি - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
তুমি হলে আমার কাল্পনিক আরাধনা
যার অস্তিত্বের খোঁজে নিশিদিন উচাটন
শোন মেয়ে, এই যে আমার মাঝে তোমার সুরে এত
হাহাকার৷ তার সবটুকু জুড়েও তোমার চেয়ে বড় কোন
আক্ষেপে কাতর আমি৷ জীবনের দেনা পাওনার হিসেবে
আমি বরাবরই কাঁচা, তবুও আশার প্রদীপ জ্বেলে
নিরন্তন বাঁচা৷ এই যে হবে হচ্ছে না করে এত আর্তনাদ
আছড়ে পড়ে রোজ রাতে আমার ঘরের সিলিঙে৷ তবুও
নিঃশব্দের মত প্রার্থনাতেও আমি তোমাকে রাখিনি৷ শুধু
তোমার ফেলে আসা পথে আমি নিজেকেই খুঁজেছি৷
একাকীত্বের গোপন ডেরাতে তোমারই তো বিচরণ
প্রিয়, তুমি আমার আরাধনা জুড়ে স্মৃতির বিচ্ছুরণ!
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
গুলশান, ঢাকা৷
-
ছড়া ও কবিতা
-
23-09-2024
-
-