প্রতিবিপ্লবের বারুদে আগুন জ্বলে না - আবু জুবায়ের
যখন ফরাসি বিপ্লবের আগুনে জ্বলে উঠেছিল আশা
এই মহাদেশ জুড়ে প্রতিরোধের ঢেউ আছড়ে পড়েছিল।
স্বাধীনতার জন্য সংগ্রামে মঞ্চে দাঁড়িয়েছিল জন মানুষ, সাথী, সত্ত্বা
কিন্তু প্রতিবিপ্লবের ছায়া মুছে দিল তাদের স্বপ্ন, আবেগ আর ক্রোধ
ইতিহাসের পৃষ্ঠায় চিহ্নিত হয়েছিল বলশেভিক বিপ্লব, মনে আছে তোমাদের?
লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের জন্ম।
কিন্তু স্তালিনের আসনে বসার পর,
যেখানে লালা পতাকার মোহের স্বপ্নগুলি হারিয়ে যায় অন্ধকারে।
চীনের সাংস্কৃতিক বিপ্লবেও দেখা যায় পালাবদল,
মাওয়ের স্বপ্নের বিরুদ্ধে উঠে দাঁড়ায় বিরোধী সুর
বিপ্লবের ফলে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন,
তবে প্রতিবিপ্লবের তাণ্ডবে বিদায় নিয়েছিল অনেক অঙ্গীকার, প্রতিজ্ঞা কিংবা প্রতিশোধ।
কিউবার বিপ্লবেরও সুরে মিশেছিল প্রতিবিপ্লবের কন্ঠ, কর্কশ জাগরণ
চে গুয়েভারার চিন্তা হারিয়ে যায় ক্ষমতার খেলায়।
প্রতিরোধের ভেতরেও লুকিয়ে থাকে শাসনের হাত,
নতুন দিনের প্রতিশ্রুতি ম্লান হয় অতীতের পতনে।
আবু জুবায়ের
প্যারিস
-
ছড়া ও কবিতা
-
24-09-2024
-
-