কথা ছিলো - ফরিদ তালুকদার
ভারী হয়ে আসে পানশালার শরাবী নিঃশ্বাস, যন্ত্রীরা স্তিমিত ক্রমশঃ
নর্তকীর শ্লথ পায়ে তবুও নাচে ক্লান্ত প্রহর
সুদূর কোনো মরুদ্যানে অবগাহন শেষে অপার্থিব সংগীত তুলে বয়ে যায় বেদুঈন বাতাস
দ্বিখণ্ডিত আজ রাতের এ আকাশ!
জীবনকে লিখতে গিয়ে বারবার আমি হারিয়ে যাই শতাব্দী প্রাচীন কোনো উপকথায়
গীর্জার ঘন্টা ধ্বনিতে মধ্য যামিনীর সংকেত, স্মরণ করিয়ে দেয় নুতন মোড়কে পুরনো লিপির নবায়ন সূত্র!
মুক্তি যদি এক অলৌকিক মিথ, তাহলে ভালোবাসা?
সেও কি?---
আমি তো চেয়েছিলাম কিছু সিম্ফনি বেজে উঠুক নব নব রূপে
তরঙ্গে তরঙ্গে উঠুক কোরাস, হৃদয়ের সুপ্ত তানপুরার, কিছু না বলা কথার
চেয়েছিলাম কোনো উষ্ণ বুকের উর্মি পাড়ায় ডুবুরি হয়ে তুলে আনি জল পদ্মের ঘ্রাণ
আমি তো চেয়েইছিলাম...
পৃথিবীর হাটে হাটে শাটার উঠানো দোকানে আজ বাজারি পণ্য আর উদ্বাহু নগ্ন ভালোবাসারা সমান সমান
ধন্য ধন্য পুঁজিবাদ গ্রোগাসে গিলে খায় মন ও মানস, মানব রক্তের শরাবনতহুরা!
এক মাতাল তবু কূলহারা জোছনার ঠোঁটে চুমুকে আঁকে প্রলাপের রাত
শেষ বিকেলের প্রেমকে চিতায় তুলে দিয়ে আপন ভস্মে হয় মাতোয়ারা
তাকিয়ে থাকে পুষ্প বিহ্বল!
অথচ কথা ছিলো-
আমি ফুল ছুঁড়ে দিলে তুই চুম্বন ছুঁড়ে দিবি অবিরল!
ফরিদ তালুকদার
সেপ্টেম্বর ২৮, ২০২৪
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
29-09-2024
-
-