স্নিগ্ধ কুসুম উচ্ছ্বাস-উদ্বেলগোলাবি গোধূলিরকাজল চোখেরসবুজ ঘাসের প্রণয় কাতরপরিশ্রুতির বারান্দায়শুধুই দু'জন ছিলাম - মনে পড়ে?তোমার আনত চোখের ঝরনাআর অস্ফুট ঠোঁট উচ্চারিলো'ভালোবাসি' ! মনে রেখোসোঁদেলা মাটির গন্ধপাহাড়ি ছড়ার ভাসান পানির ঢেউখোপায় গুঁজেছিলাম সেঁওতিধূসর বিকেলক্লান্ত পাখিসাক্ষী ছিল সেদিন। মুতাকাব্বির মাসুদ৩০-০৯-২০২৪বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa