অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মেঘ বৃষ্টির গল্প - উজ্জ্বল সামন্ত

তাকিয়ে দেখো নীলাকাশে কেমন ঘনঘটা মেঘের, 
বুকে আঁকড়ে থাকা বৃষ্টির না জানি কত গল্পের রেশ।
বন্ধু সে তো ছিল ক্ষণকাল, ভেসে মেঘের দেশে, 
বিদায় জানিয়ে, না জানি কখন, ঝরে পড়বে পৃথিবীর বুকে।।

তুফান ঝড়ে শঙ্কিত কত পশু পাখি গাছ গাছালি,
হৃদয় যেন বিদীর্ণ করে, বজ্র বিদুৎ এর ঝলকানি।
বৃষ্টি কেন ভয় পায়, মেঘ যদিও আগলে রাখে, 
ভালোবাসার গল্পে কেন বিচ্ছেদের ওই সুর বাজে?

বেশ তো ছিল মেঘ, বৃষ্টি একে অপরের সঙ্গে মিশে,
সুখ দুঃখে হাসি কান্নায় পরস্পরের পাশে থেকে।
ক্ষণস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক ইতি টানার সময় এসে,
মেঘের বুকে ভাসতে ভাসতে কখন যেন ভারি হয়ে ওঠে।।

ঝড়ে পড়ে মুষলধারে পৃথিবীর বুকে বারিধারা, 
মেঘের সাথে বিচ্ছেদ যেন আর্তনাদ বাঁধভাঙা।
শুরু যার, শেষ তো আছেই, সময়ের হাতছানি, 
বারে বারে হবে দেখা, বিরহেও ভালোবাসো জানি।।

নীড়ে ফেরা পাখিদের কূজনে ভাসে আকাশ বাতাস,
গোধূলির আলো মেখে মেঘের গল্প কখন ফুরায়।
অল্প হলেও গল্প আছে জলীয় বাষ্পের সহস্র কণায়,
মেঘ বৃষ্টির গল্প কি আর, খালি চোখে রোজ পড়া যায়!

উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ