নয়া জামানার ছবি - জাকির সোহান
গোলাপ কেনার জন্য জমানো টাকায়
রঙ কিনে ছেলেরা দেয়ালে দেয়ালে লিখে-
'বৈষম্যের ঠাঁই নাই'
ছোট্ট আয়নায় লাল লিপস্টিকে রাঙ্গানো ঠোঁট
রাজপথে বলে যখন-ইনসাফ চাই;
পৃথিবী দেখে নাও- নয়া জামানার ছবি।
ঘুমপাড়ানো বইগুলো পিঠে নিয়ে স্কুলব্যাগে
শিশুরা যখন চায় জীবনের নিরাপত্তা
লোভনীয় ক্যারিয়ার ছুড়ে ফেলে যখন
সাম্যের গান গায় তরুনেরা;
পৃথিবী দেখে নাও- নয়া জামানার ছবি।
ভাইয়ের যমদূত প্রাণপণে আটকায়
নিজের বেনি গাঁথতে ভুল করা
ছোট্ট বোনের প্রতিরোধে,
পিতামাতার ব্যর্থ ছেলেরা জ্বলে ওঠে
ঘোর অমানিশায় মশাল হয়ে
যখন অজ্ঞাত কোনো এক বোধে;
পৃথিবী দেখে নাও- নয়া জামানার ছবি।
দানবদের রুখে দিতে নিরস্ত্র হাতে
শুধু স্বপ্নগুলো ভালোবেসে
যখন তরুনেরা দেয় বুক পেতে
গুলিতে ঝাঁজরা - রক্তাক্ত হৃদয়ে
যখন 'পানি লাগবে পানি' বলে
রাজপথ বিলায় অদম্য সাহস;
পৃথিবী দেখে নাও- নয়া জামানার ছবি।
জাকির সোহান
টাঙ্গাইল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
05-10-2024
-
-