অটোয়া, মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
চুম্বনহীন ভালোবাসা - মহীতোষ গায়েন

তু যায়, ঋতু আসে অনাবিল 
ফিরে ফিরে যায় শীত গ্রীষ্ম বর্ষা, 
বছরের পর বছর কেটেছে একা
চুম্বনহীন থেকেছি পাই নি ভরসা।

নদীর সাথে করেছি বারেক সঙ্গম
চুম্বনহীন থেকেছি প্রকৃতি কোলে 
পাখিরা গাইছে চুম্বনের স্বরলিপি 
প্রেম অপ্রেমে হল্লাবোল তোলে।

জোৎস্নালোকে উঠেছি পাহাড় বুকে
চাঁদ ডোবা রাতে আসে রহস্যময় ছায়া,
ভালো নেই মন অবুঝ এখন সময়
চুম্বন সুর জড়িয়েছে মায়া কায়া।

জানলার ধারে বকুল গাছেতে আর
আসেনা প্রিয় লাল-হলুদ-সবুজ পাখি,
ভোরাই সুরে রোজ ঘুম ভাঙাতো যারা
একাই তবু চুম্বনহীন বিষাদসিন্ধু আঁকি।

চরাচরে ভাসে বোবা কান্না-ভাষা 
বিচারের আশা ক্রমশঃ ম্রিয়মাণ,
আর কতদিন এভাবে বেঁচে থাকা
মানুষ গাইছে ফসল ফলানো গান।

মহীতোষ গায়েন 
পশ্চিমবঙ্গ