অটোয়া, মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
মন খারাপের নিশি গভীরে - শীতল চট্টোপাধ্যায়

ন খারাপের আঁধার জমলে
রাতের আঁধারকে ফিকে লাগে তখন।
মন খারাপের রাত্রি স্থায়িত্বে
কখনো জাগেনা ভোর,
মেলেনা সূর্যের দেখা।
মন খারাপে চোখ মেললে -
বাসি শবে সব ফুল, তার ওপর
জমে ওঠা শিশিরঅশ্রু।
মন খারাপের অবস্থানে
পথ হারিয়ে পৌঁছায়নি বাতাস,
অনেকদিন যেখানে পড়েনি চাঁদের আলো,
দূর থেকে মন খারাপের রাতটাকে দেখে ফেলে
উড়ন্ত পাখিরা, দূর থেকেই ফিরে যায়
সামনে না এসে।
মনখারাপির একাকীত্বে খোঁজ মেলেনা
পাশাপাশি হওয়া মানুষেরও।
চেনা যায়না কখন আসে নিয়মের রাত,
মন খারাপের নিশি গভীরে ডুবে যায়
জাগতিক শব্দ।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ