ভাবনার ভাবলেশ - মো.মহিবুল ইসলাম মহিন
সময় প্রকৃতির আপন গতিতে চলমান
খুড়িয়ে খুড়িয়ে, একিয়ে বেকিয়ে, দোদুল্যমান।
এই দোদুল্যমানতায় কেউবা গা ভাষায়,
কেউবা হারায় সময়ের অমানিশায়।
চাহিয়া ঐ সুদূর পানে, অপলক দুর্গম ভাবনায়।
কেউবা পাইতেছে কূল, কেউবা হারায়ে ব্যাকুল।
হারায়ে ব্যাকুলতার আকুলতায়,
মানিয়ে নেওয়ার চেষ্টায় নিমগ্নতায়।
ফেলে আসা ঐ সময়টায়,
না পারি তব ফিরতে পুনরায়।
তব কল্পনার সীমাহীন ক্যানভাসে
ছুটে ফিরি সীমাহীন নিমগ্নতায়।
কল্পনার ঐ ক্যানভাসে কখনো বা পাই,
কখনো বা অসমাপ্ত কল্পনাার স্মৃতিতে হাতরায়।
জীবন নামক এই সংক্ষিপ্ত খেলায়
চুড়ান্ত হিসাব মেলানো বড় দায়!
সম্মুখে যাহা পাই, তাহায় আটকানোর নিমগ্ন চেষ্টায়।
মো.মহিবুল ইসলাম মহিন
কাটলা হাট, বিরামপুর, দিনাজপুর।
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
08-01-2025
-
-