অটোয়া, বুধবার ২২ জানুয়ারি, ২০২৫
তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা

১) মৃত্যু কোল

কটা মৃত্যু চাই
সময় করে সব আবদার মেনে নেবো
উড়ন্ত পায়ারার ওঁম ছুঁয়ে প্রতিজ্ঞারত।
আমার আমি এখন...

একটা মৃত্যু চাই

কথা ভোলানো পথ আজ সবুজ হারিয়ে
নিরুদ্দেশ পথযাত্রী।
সময়মত একটু রঙ ছিটিয়ো আমার বুকে।
নীল, সবুজ কিম্বা লাল নয়
একটু অন্ধকার দিও।

একটা মৃত্যু চাই

জীবন মানে তো একটা ধাঁধার সমীক্ষা
এর থেকে আর কিছু নয়
বিশ্বাস করো চোখ বুঝে
একটা নিশ্চিন্ত কোল চাই।

নরম কোল...

২) নিরুদ্দেশ

ন্ধকার নিয়ে হাজার কাটাকুটি
খেলতে খেলতে একদিন
মিশে যাবো অন্ধকারের বুকে
শুঁষে নেবো শূন্যতার ভিতরের কিছু দৃশ্য
আর ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করবো
মৌনতা না মুখরতা
তুমি মিছিলে হাঁটবে কথা দিয়েছিলে
শত আলোকবর্ষ এখন উদগ্রীব 
তোমার পথ চেয়ে...

ঈশ্বর ক্রমশঃ নিরুদ্দেশ হচ্ছে।।

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী