দিবস তো শুধু একটা দিন মাত্র - পার্থ সারথী চৌধুরী
১৪ ফেব্রুয়ারী গেল
ভ্যালেন্টাইন ডে গেল
বিশ্বভালোবাসা দিবস গেল
আমার ভালোবাসা যেমন ছিলো
কাউকে দেয়া হলোনা
জানানো হলো না তোমাকেও
ঠিক একি রকম আছে কি?
আমার ভেতরের ফাল্গুনী সুরমা অবিরাম চলে
জৈষ্ঠ্য আগামীতে আসবে জেনেও
বৈশাখের আগাম বার্তা
শরীরের হাকলা ভাজে
লেপ্টে রাখে সংগোপনে।
তোমার সতত সঞ্জীবনী
কি এমন অদৃশ্য উন্মোচন?
তোমার ছন্নছাড়া ভাবে
আগামীকালের কোন উন্মেষ
নতুন পৃথিবীর আরক্তিম আভা।
তুমিইতো আমার গর্ব
না বললাম, নাইবা জানালাম
আমি রইলাম এক লজ্জিত দর্শক মাত্র।
দিবস তো শুধু একটা দিন মাত্র।
পার্থ সারথী চৌধুরী
সিলেট।
-
ছড়া ও কবিতা
-
19-02-2025
-
-