অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
খুঁজি তারে প্রতিটি শ্বাসে - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

ক একটি বার মনে হয় সুধাই সবারে, খুঁজি তারে,  
সে কি আছে আগের মত? আছে বেঁচে অনেক সুখে? 
আজও কি সে বাসে ভাল পরতে ফুল খোপায় গুঁজে? 

সোনালী স্বপ্নগুলো উড়েছে অসীম নীল আকাশ জুড়ে,  
সুখগুলো চলেছে শান্ত নদীর বুকে তুলে পাল দলে দলে; 
নৌকো করে সাদা, নীল, লাল আর কতনা রঙের পালে। 

তরুণী ভেসেছে সুখের আবেশে তরুণের কথা ভেবে,
উড়েছে কেতন আর সুরের ভোমরা নীল পাখিটার গানে,  
দিনগুলো ছিল এমনই আনন্দ রঙে ভরা প্রতিটি প্রহরে। 

মেঘেরা ছুটে ছিল ঈশান কোণে, তক্ষনি নামলো বলে, 
হারানো আসরে আজ এক অজানা করুণ সুর বাজে,  
দুঃখগুলো আসে আঁধার করে, স্বপ্নে গড়া সুখের ঘরে। 

কোথায় খুঁজি তারে? গ্রাস করেছে আঁধার সমস্ত পথ জুড়ে,
শঙ্কায় কাঁপে বুক যদি শুনি কোন অশুভ কথা তারে নিয়ে।  
আজকাল আছে সে কোথায়? জীবনের এপারে না ওপারে? 

কখনো কখনো হয় মনে ধ্যাৎ মিছে এত সব অবান্তর ভাবনা,  
যেথায় না হোক, আছে সে আজ আমায় ভুলে ভীষণ সুখে,
অচীনপুরে রেখেছে আমায়, রয়েছে সে আমার প্রতিটি শ্বাসে।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির, 
ডিসেম্বের ২১, ২০১৮
অটোয়া, কানাডা।