অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
তুমি -এম,ডি মুনিম

তুমি কি ভেবেছো?
দিন কাটবে না, ভোরের সূর্য আকাশে উঠবে না,
সন্ধ্যায় অস্ত যাবে না।
সব, হ্যাঁ সব হবে শুধু আমার ভাবনাগুলো আর
তোমায় ছুঁয়ে যাবে না।
নিজেকে ভুলে যাবো, স্বার্থপরতার চরম
শিকলে বেধেঁ দিবো।
কষ্টকে আষ্টে-পিষ্টে নিজের মাঝে
মিশিয়ে নিজের অস্তিত্ব ভুলে যাবো।
তুমি কি ভেবেছো?
সময় যাবে না, ঘড়ির কাঁটা আর ঘোরবে না,
স্তব্ধ হয়ে যাবে।
পৃথিবী আলোয় আলোকিত হবে না,
অন্ধকারে ডেকে যাবে।
গাছে গাছে ফুল ফুটবে না, ভ্রমর গুঞ্জন
করবে না, পাখিরা আকাশে উড়বে না।
দেখে নিও সব হবে শুধু আমার স্বপ্নগুলো
আর তোমায় ছুঁয়ে যাবে না।
তুমি কি ভেবেছো?
তোমার জন্য থেমে যাবে সব, মানুষে
মানুষে কোলাহল আর হবে না।
দেখো আকাশে চন্দ্র, সূর্য আর তারারা
উঠবে, গাছে গাছে ফুল ফুটবে,
ভ্রমরের গুঞ্জন, পাখিদের গান হবে, প্রাণে 
প্রাণ ছড়াবে। 
তোমায় ভালোবাসি, ভালোবাসবো,
ভালোবাসায় ভালোবাসায় জগৎ জোড়াবো।

এম,ডি মুনিম
সিলেট, বাংলাদেশ