একুশে ফেব্রুয়ারি - ফারজানা নাজ শম্পা
একুশ মানে দৃপ্ত অঙ্গীকার
একুশ বাংলা শব্দের সম্ভার
একুশ চেনায় বাংলা ভাষার মূল
একুশ গড়ে চেতনা নির্ভুল।
একুশ একটি স্বপ্ন দেখার দিন
একুশ ফোটায় আশার পলাশ রঙিন ।
একুশ জাগায় অঙ্গীকারের ভাষা
একুশ বাঁচায় মায়ের বাংলা ভাষা
একুশ সাজায় বাংলাদেশের নাম।
এই একুশে অনেক কীর্তিমান
রক্ত দিয়ে রেখেছে ভাষার মান,
একুশে ফেব্রুয়ারি অমর বিশ্বময়
ভাষার প্রশ্নে অনিন্দ্য অক্ষয় ।
বাংলা মায়ের বাংলা ভাষার ক্রোড়ে
চলবে লড়াই মানবতার সুরে ।
ফারজানা নাজ শম্পা
হ্যালিফ্যাক্স ,কানাডা
E mail: abraraafi@yahoo.ca
-
ছড়া ও কবিতা
-
22-02-2019
-
-