অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
কাছে এসো না - ফরিদ তালুকদার

কাছে এসো না
যেমন আছো তেমনই থাকো
কাছে এসো না

তুমি কাছে এলে...
উচ্ছাসে উপচে পড়া নীল সমুদ্র
ভাসিয়ে নিবে সকল লোকালয়
আকাশের সব নক্ষত্র গতি হারিয়ে
গেয়ে উঠবে মিলনের কোরাস সংগীত

কাছে এসো না

তুমি কাছে এলে... 
চির বসন্ত পৃথিবীতে
শিমুল পলাশেরা থেকে যাবে সারাবছর 
দেবতার সামনে মন্ত্র থামিয়ে
হঠাৎ ভাল মানুষ হয়ে যাবে
ভন্ড কোন পূজারী

কাছে এসো না

তুমি কাছে এলে...
শঙ্খ মালার হার পড়াব তোমার গলায়
কপালে দিব বনমালী টিপ
বুকের সুরভীতে তোমার...
নিভে যাবে
শতাব্দী প্রাচীন অমৃত দহন...

কাছে এসো না

যেখানে আছো সেখানেই থাকো
ঠিকানাহীন...
অনার্য পূরাণের পাতায়...

যদি কাছে আসো...
তাহলে হাতে হাত রেখে
হেঁটে যাব আমরা
হাজার বছর... 
অচেনা রোদ্দুরে...।। 

ফরিদ তালুকদার 
টরন্টো, কানাডা।