অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
ছড়া ও কবিতা – ফরিদ তালুকদার

কোথাও আকাল

উপচে পড়া নদীর বুকে
বানের স্রোতে
ভাসে আকাল

বৃষ্টি বিহীন চৌচির ক্ষেতে
হানা দেয় রুক্ষ জীবন

বছর জুড়ে ফসলের আকাল

নষ্টা মেয়ের গতর ভাঙে
স্বৈরাচারের
শেকল ভাঙেনা

বাক স্বাধীনতাহীন কোথাও এখন
গনতন্ত্রের বড়ই আাকাল

বসতি ব্যাবস্হাপনায় বৃক্ষ ধুঁকে
কালো ধোঁয়ায় আকাশ ঢাকে
তপ্ত জমিনে ছাতি কাঁপে

ফুসফুসের বাতাসে
অক্সিজেনের বড়ই আাকাল

দেহের বিনিময়ে দেহ আছে
ব্যার্থ প্রেমে এসিড আছে
পেশীর জোড়ে রেপ আছে

তরুন অনেক হৃদয়পুরে
ভালবাসার সত্যি আকাল

জীবন ঘষে সংসার আছে
অপূর্ণ সব চাহিদা আছে
সহধর্মিণীর ভোরের কর্কশ কন্ঠে

পূরণ সেই 
স্বপ্নের আকাল

সবার হাতে সেল ফোন আছে
চ্যাটিং আছে, ফেসবুক আছে
ফোর জি নেটওয়ার্ক আছে

সবাই মিলে একই সাথে
টিভি দেখার সময়ের আকাল

জমাট সব পার্বণ আছে
ভরাট শরীর 
রমনীয় খোঁপায়
লাল গোলাপের হাসি আছে

বয়সী বটের মূলে 
শান্তির প্রকট আকাল
সেলফি আছে, এনিমেশন আছে
মিথ্যে সব খবর আছে
এমন লেখা অনেক আছে

ভাল লেখার দীর্ঘ আকাল।।


গোলাপের কান্না

জল রং মন।
তরল আধারে
কখনও সবুজ কখনও নীল।

বর্ষা কাতর আষাঢ়ে বিকেল
প্রজাপতির ডানায়
হঠাৎ রোদের ঝলকানির মত 
সুখ স্মৃতি
মন পাড়ার বসতিতে বাকী সব....!

ফুল বালিকার হাতে
মিইয়ে যাওয়া গোলাপের কান্নায়
ব্যাথিত
বলি কাল নিশ্চয়ই তোমার কদর হবে
ভালবাসার ফুল মেলায়...
যখন প্রেমিক খুঁজে নিবে প্রেমিকা হৃদয়।
শেষ হাসিটুকু আঁকড়ে থাকা মুখে বলে
পণ্য আমি
একই সুরভীতে বিকোব
তফাৎ কিছু নেই
ফুলদানি বা খোপায়।

বালিকার হাতে মৃত্যু মানে...
অনাহারে তার রাত।।

ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা।