অটোয়া, বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪
মায়াবী জঠর -শেখ ফিরোজ

জ এখানে পাতকে আবৃত বন্দী জীবন;
খোলসে আবৃত মায়াবী জঠর।
মায়াবতী জানে, জীবনের মানে;
মায়াবতী চেনে চাঁদ। চেনে রোদ কিংবা কালো মেঘ। 
এখানে রোদ ছাড়া জীবন হয়না।
ক্লোরোফিল অদ্ভুত নিয়ামক বটে।  
ক্লোরোফিল মানেই জীবন নয়। জীবন মানেই সূর্য নয়।
এখানে আশঙ্কা মানেই জীবন।
এখানে পাতক মানেই পূর্ণতা।
কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ উঠান-
চৌচির মৃত্তিকার শুদ্ধ পরিত্রাণ;
কালো মেঘ মানে কয়েদখানায় বন্দী সূর্য নয়।
ও মেঘ মানে-বিশুদ্ধতার জয় ! 
এখানে পাতকে আবৃত বন্দী জীবন;
পাতক মানে মেঘ। মেঘ মানে শুদ্ধতা। 
দ্যাখো! এখানে প্রেম হয়ে উঠে রুদ্র আগুন;
এখানে চক্রাকারে অহমের বাষ্পীভূত হওয়াই-
মায়াবী জঠরে বেড়ে ওঠা জীবনের বড় গুণ।

-শেখ ফিরোজ
বাংলাদেশ।