মিষ্টি ভালবাসা - শম্পা চক্রবর্ত্তী
তোমার কাছে ভোর চেয়েছি
বৃষ্টিভেজা রাত
সুখপাখিরা মেলছে ডানা
ধরতে গিয়ে হাত।
বিষণ্ণতার ঝড় এলেও
মন করেছি শক্ত
নিজের মাঝে সান্ত্বনাটা
ভয়কে রেখে সুপ্ত।
জোনাক পোকা জ্বালিয়ে আলো
দূর করেছে কালো।
চাঁদের মাসি হাসছে সদাই
এইতো আছ ভালো।
মিলনমেলার এ এক খেলায়
জিতছি আমি রোজই
তাই না দেখে ইচ্ছে আমার
অনেকটা কাল বাঁচি।
শম্পা চক্রবর্ত্তী
চট্টগ্রাম, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
06-04-2019
-
-