ঘৃণা! – বজলুস শহীদ
ঘৃণা, ঘৃণা, লক্ষ কোটি ঘৃণা
ধর্ম ভেবে মানুষ মারিস
পশুর অধম কি- না!
মানুষ ছাড়া ধর্ম অচল,
সকল কেতাব মিছে
কোন কেতাবে লিখা আছে,
ঘাতক সাজো নিজে??
ধর্মের আগে মানুষ সৃজন
এই যদি হয় সত্য
ওরে বেকুব নিচ্ছিস কেন
আরেক ভাইয়ের রক্ত।
ঘৃণা! ঘৃণা! ঘৃণা!
গালির ভাষা পাইনা খুঁজে
তোরা সবার চেনা,
আবার দিলাম ঘৃণা!
বজলুস শহীদ
অটোয়া, কানাডা।
-
ছড়া ও কবিতা
-
22-04-2019
-
-