একুরিয়াম শহর - এনাম রাজু
একুরিয়াম শহর
মাছেদের শহরে আমি নিঃসঙ্গ...
ফুলের নিরব অভিমান ভুলে ঢুকে পড়ি অন্ধকূপে
যেখানে আমার মত অনেকেই আছে
তবু একা বড় একা - রাতের মত একা,
আর আমের আটির মতো একা সবাই।
চারিদিক নগ্ন হুইসেল সারি সারি ল্যাম্পপোস্ট
অথচ একাকিত্বের কোন সমাধান নেই এই একুরিয়াম শহরে...
সময়
প্রাণীকূল হারায় সময়, মানুষও হারায়।
কি আছে হারানোর যা অমূল্য রতন?
প্রেমপুষ্প, শুদ্ধশ্বাস, যৌবনের পথ...
এমনকি মা-বাবা, ভাই-বোন প্রতিবেশি নয়
নয় কোনো স্বজন বান্ধব।
কর্মের বিনিময়ে অর্জিত হয় সময়ের উচ্ছাস
আয় করে শোকাতাপ বেদনাবিলাস
পরিণামে জমে উঠে বনলতা সেন
লেনদেন ভুলে যায় কালের ডাহুক!
আমাকে পেয়ে যাবে
পাপসের দিকে তাকাও
অদৃশ্য তো কিছুই না,
নয় কোনো কুমারীআগুন
আমাকেই পেয়ে যাবে আরো পাবে তোমার অতীত-ভবিষ্যৎ।
রাস্তার ল্যাম্পপোস্ট ধরে এগিয়ে যাও
হেঁটে যেতে পারো নদীর তীর ধরে
কিবা রেললাইনে...
চাঁদের দিকে তাকাও
অমাবস্যাকে ছুড়ে মারো
সূর্যালোক মুখস্ত করো,
কোনখানে নেই আমি?
প্রেমিকের পেয়ারাযৌবন কখনো বার্ধক্য কেনেনি।
খুঁজে দেখো পাবে-আমাকেই সবখানে,
আয়নার সামনে দাঁড়ালেও।
এনাম রাজু
ঢাকা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
30-04-2019
-
-