দু’টি কবিতা - শেখ রিপন
সম্ভবের দেশ
সোনার বাংলায় সবি
হয় সম্ভব দিনে দিনে
হচ্ছে উদ্ভব,
তনুরা হচ্ছে ধর্ষিত
হয় না প্রতিরোধ আলোচনা
হয় প্রচুর।
এখানে ধর্ষকরা বুক ফুলিয়ে
চলে প্রশাসন দেখে বসে বসে,
ধর্ষিত মৃত্যুর সন্ধিক্ষণে
রাজ পথে চলে ধর্ষকের
মুক্তি চেয়ে মিছিল।
ঘোষ চলে পদে পদে
শিক্ষার নেই মূল্যবোধ,
উঁচু নিচু সর্ব পর্যায়ে
চলে ঘোষের ধুম।
শিশু নির্যাতন ধর্ষন লুন্ঠন
চলে বার মাস,
ন্যায় অন্যায় বিচার নাই
টাকায় সবি হয়।
বৈশাখ এলে
বৈশাখ এলে হাসি খুশি
কৃষকের মুখ,
বৈশাখ এলে ধান কাঠা
চলে গ্রামে গ্রামে।
বৈশাখ এলে হরেক রকম
পিঠার ধুম চলে ঘরে ঘরে,
বৈশাখ এলে ঘূর্ণিঝড়
জলোচ্ছ্বাস ভয়াবহ চলে। বৈশাখ এলে নানান রকম
ফুল ফল ফলে। বৈশাখ এলে ফুল বাগানে
প্রজাপতির মেলা,
বৈশাখ এলে দই,চিড়া,পান্তা
ইলিশের ধুম চলে বাঙালী
ঘরে।
বৈশাখ এলে আম,কাঁঠাল,
আনারশ খাওয়া চলে
ঘরে ঘরে,
বৈশাখ এলে খোকা,খুকির
নতুন জামা নতুন বইয়ের
মলাট।
বৈশাখ এলে ডাক ঢুলের উৎসব চলে সর্ব কানে,
বৈশাখ এলে নবরূপে
সাঁজে বাংলার মুখ।
শেখ রিপন
জগন্নাথপুর, সুনামগঞ্জ।
-
ছড়া ও কবিতা
-
01-05-2019
-
-