মা দিবস – বজলুস শহীদ
'মা দিবসটা' কে যে দিল
ভেবে অবাক হই,
অন্য দিন কি আমি মাগো
তোমার ছেলে নই?
একটা দিবস যদি আমি
তোমার জন্য রাখি
জন্ম আমার বৃথা মাগো
লজ্জা কোথায় রাখি!
তুমি আমার সকল খেলায়
আমার সকল কাজে
সকাল দুপুর প্রতিটা ক্ষণ
আমার ছায়ার মাঝে।
রাতের বেলায় চাঁদের আলোয়
আকাশ তারা হাসে
ঘুম পাড়ানি গান যে তোমার
মৌরি ফুলে ভাসে।
তোমার মত মহৎ কে মা
এই জগতে আছে
বিশ্ব মাকে দেখি আমি
আমার বুকের মাঝে।
বজলুস শহীদ
অটোয়া, কানাডা।
-
ছড়া ও কবিতা
-
11-05-2019
-
-