অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মানচিত্রের শিখরে - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

ময়ের পথ ধরে অকুতোভয় বাঙালি আজও জাগে, 
উঠে দাঁড়ায় আটই ফাল্গুনের প্রাতে বায়ান্ন বুকে করে। 
নগ্ন পায়ে চলে একুশের প্রভাত ফেরিতে দলে দলে, 
রক্তজবা ফুলে ডালি সাজিয়ে চলে শহীদ মিনারে।  

রুখে দাঁড়িয়ে ছিল বাঙালি বায়ান্নে নিজের তাগিদে, 
রক্তের দামে কেনা প্রান প্রিয় মায়ের মুখের কথারে। 
বায়ান্নের আত্মারা পায় প্রশান্তি একাত্তরের স্মৃতিসৌধে,
সাতই মার্চ এনেছিল স্বাধীনতার সংগ্রাম বাঙালির প্রাণে।  
শত্রুর আঘাতে দিয়েছিল প্রাণ দামালেরা মাতৃভূমির তরে, 
এসেছিল স্বাধীনতা ষোলই ডিসেম্বরে রক্তের নদী পেরিয়ে। 

দারিদ্র ক্ষুধার গ্লানি ঘুচিয়ে দাঁড়িয়েছে বাঙালি উচ্চ শিরে,  
বঙ্গবন্ধুর স্বপ্ন আজ ছুটেছে নীল আকাশে নক্ষত্র ছুঁবে বলে। 
ভালবাসার মমতা বেঁটে চলো এগিয়ে আজ বিজয়ের পথে, 
সকলের তরে গড়ো স্বদেশ তবেই যাবে মানচিত্রের শিখরে। 

শাহ্‌ বাহাউদ্দীন শিশির 
অটোয়া, কানাডা।