অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
"রুদ্র স্মরণে" - শাহ্‌ বাহাউদ্দীন শিশির

উৎসর্গ- রুদ্র প্রিন্সকে, যাকে আমরা হারিয়েছি গত বছর না ফোটা ফুলের অবস্থায়। 

হারায় কোথায় মেঘের ছায়া,
যায় ছড়িয়ে হাওয়ায় হাওয়ায়। 
ছিল কত না পথ চলার বাকি,
কত না গল্প আছে হয়ে সাক্ষী। 

কত অভিমানে অসীমের পথে,
না গড়াতেই সকাল গেলে ছেড়ে।
কত না বলা কবিতা না বলে,
কত অসমাপ্ত আলপনা ফেলে। 

জ্বলে তারা স্মতির আকাশ জুড়ে, 
ছড়ায় জ্যোতি তমসার কোনে। 
থেমে থাকা মনকে পবন নাড়ে,
হঠাৎ ধূমকেতু যায় ছুটে ঈশানে। 

সন্ধ্যার লালিমায় লক্ষী পেঁচা ফেরে,
বুনোহাস দিশেহারা নীড়ের সন্ধানে। 
কবে পাবে হারানো ঠিকানা খুঁজে , 
ধ্রুবতারা কি চেনাবে পথ আঁধারে। 

চলো হাঁটি! রুদ্র আমাদের সাথী, 
ধরে হাত রুমি আর প্রিন্সের সাথে। 
মন আজ উড়ে খুঁজে বেড়ায় তারে, 
মুক্তা সিক্ত জননীর মন আঙ্গিনাতে।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির
১৫-ই মে ২০১৯
অটোয়া, কানাডা।