অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নক্ষত্র মা -শাহ্‌ বাহাউদ্দীন শিশির

জ রাতের আকাশ নক্ষত্র-তারায় ভরা, 
শিশু মনের একটাই ভাবনা কখন আসবে সে;  
হারিয়ে যাওয়া মা আজ নিশ্চয়ই আসবে ঘরে। 

বড় দিদি বলেছে বারংবার মা আজ ঐ তারা, 
তুই ভাল ছেলে হলে মা আবার আসবে ফিরে;  
আর কত ভাল বালক হলে মা ফিরে আসবে।

মেজদিদি বলেছে কাঁদলে মা ফিরে আসবে না,  
অসহায় কান্না পেলে শুধু কেঁদেছে মুখ লুকিয়ে; 
মা সত্যিই গেছে জেনে, তাই তো আসে না বাড়িতে। 

ছোট দিদি বলেছে মা ফিরবে শুনলে কথা, 
অবুঝের ভাবনা আর কত কথা হবে শুনতে;  
মা কি গেছে জেনে বারণ স্বত্বেও যে বই ছিড়েছে। 

কবে আসবে মা ফিরে তারা-নক্ষত্রের ভূষণ ছেড়ে, 
আসবে নেমে গগন চিরে ধরার বুকে স্নিগ্ধ হেসে;  
বড়দি,মেজদি আর ছোটদিকে করতে হতবাক।

শাহ্‌ বাহাউদ্দীন শিশির
জুন ১৩, ২০১৯
অটোয়া, কানাডা।