অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
জলকান্না -বজলুস শহীদ

চ্ছে ছিল নদির মতই হবো
পাহাড় থেকে নামবো মাটির কোলে
মাটির গন্ধ রইবো গায়ে মেখে 
রাতের শিশির রাখবো বুকে তুলে।

বলবে তারা তোমার মত হবো
জোৎস্না স্নানে এসো নদির জলে
কান্না গুলো বুকের সিম্ফনিতে
বাজুক তারা স্বপ্ন দেখার ছলে। 

ওই যে দুরে শ্যামল বনের ছায়া
নদির বুকে আছড়ে পড়ে ঢেউ,
সুনীল আকাশ তোমায় ডেকে বলে
বলবে কথা, শুনবে না আজ কেউ।

এমনি করে জীবন নদীর বাঁকে
নুড়ি পাথর জমছে ধীরে ধীরে
রঙীন মাছের আসা যাবার পথে
মহাকালের রূপকথা আজ ডাকে। 

একটু পরে যাব ফিরে ঘরে
সংগে রবে শূন্য খাবার বাটি
শূন্য বোতল রইবে হেথায় পড়ে
স্মৃতিগুলোই রইবে পরিপাটি।

এসেছিল অচেনা এক পথিক
কেউ জানে না সেই সে শুধুই জানে
জীবন নামের রঙ্গ মঞ্চে হায়
কেউ বুঝেনি আসা যাওয়ার মানে।।

বজলুস শহীদ 
১৫ জুলাই,২০১৯
অটোয়া, কানাডা।