অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
জোছনাকে ভয় হয় -ফরিদ তালুকদার

জোছনাকে ভয় হয়..

রূপকথার পাতা থেকে উঠে আসা
চন্দ্র ছায়ার এই পৃথিবীকে
ভয় হয়..

ভয় হয় পাছে
হঠাৎ তোমার ভালো লেগে যায়
মাধবী-পলাশের ঘুম কাড়া এই রাত।
কিউপিড মনের তুচ্ছ ভুলে.. 
যদি খুলে দাও বিস্মৃতির বাতায়ন
যদি দেখ দু'হাত বাড়িয়ে ডাকে
সেই নীলাকাশ.. 
ছিন্ন মেঘের পাল..

যদি ফিরে পেতে চাও..
কোন চঞ্চল দুপুর..
হারিয়ে যাওয়া
প্রজাপতির সাদা ডানায়..

যদি হৃদয় গহনে ফের..
ডুকরে ওঠে
শঙ্খের মালা পড়া সেই 
বাদামি বিকেল
তাই ভয় হয়..

যদি পূরণ পলেস্তরার মত
হঠাৎ খসে পড়ে সব
সোনালি অহংকার.. 
আর..
রঙ্গালয়ের ঝলমলে আবাসন ফেলে
তুমি নেমে আসো
কোমল আলোর ঝর্ণায়..

স্নাত প্রকৃতির অমর্ত্য সুরে
বিবশা তুমি বেদুইন নারী..
উৎসুক চাঁদের মোহ দৃষ্টির সামনে
ধীরে..ধীরে.. তুলে ধরো তোমার
মোহন রাতের সব আয়োজন..
সবটুকু উর্বশী নগ্নতা..
তাই ভয় হয়..

যদি ভেনাসের আহ্বানে ফের
ঘুমের শান্তি ভেঙে জেগে উঠে 
ম্যাটিসের ( Matisse ) এর তুলি
নীল জোছনায় ধোঁয়া ক্যানভাসে..

তাই ভয় হয়..
জোছনাকে ভয় হয়..।

তুমি তো জানো..
অশান্ত উর্মির
রুপালী আন্দোলনের মতো 
নিয়ত উছলে পড়ে তোমার..
দেহ খাদের সব উপকুল

বিজলী রেখায় আঁকা তীব্র.. 
শরীরের সব ভাঁজ 
যদি আবারও ঝলসে দেয় মুদিত নয়ন..
ভেঙে দেয় বুদ্ধের ধ্যান
স্বর্গীয় সুন্দরে..
তাই ভয় হয়..

যদি অবদমিত সেই কামাক্রোশ লাভা
আবারও ছাপিয়ে যায়
হৃদয় নগর কুল..
ঋজু যৌবনের শানিত শিখরে.. 
অস্থির হয় খুন পিপাসা
ডুবে যেতে চায়
আদিম রসের নহরে..
দেবী বধ সুধায় অমরত্বের রাতে..
তাই ভয় হয়..

জোছনাকে খুব বেশী ভয় হয়..!!

ফরিদ তালুকদার 
আগস্ট ১৬, ২০১৯
টরোন্টো, কানাডা।