অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
চলে যেতে পারো - ফরিদ তালুকদার

দি চাও.. 
চলে যেতে পারো এখনই
আগলে রাখব না পথ..

সেই ভালো
ব্যাথার কফিনে ঢাকা থাক 
পরাভূত হৃদয়ের ক্ষত!

যদি দু’দিনেই ভেঙে যায়
জলের কোলে গড়া ঘর
তবে সেই ভালো চলে যাও
আগলে রাখব না পথ।

এখন তো
পুষ্প সুরভীর চেয়েও  স্বল্পায়ু হয়
আমাদের  ভালোবাসার জীবন
পরিত্যাক্ত বিলের মত সমর্পিত হৃদয় 
পড়ে থাকে ছেঁড়া খামের ভিতর
গড়ানো নদীর স্রোতে এখনো ভাসে
কালো মোড়কের ইতিহাস 
অথচ..
একটি সবুজ পাতাও আর বাঁচেনা
হৃদয় বৃক্ষের এই মরা ডালে
চলে যেতে পারো তাই.. 

চলে যেতে পারো যেখানে ইচ্ছে 
যেভাবে ইচ্ছে..
আগলে রাখব না পথ..

চন্দ্র সিঁড়ি ভেঙে ভেঙে 
চলে যেতে পারো..
মিলিয়ে যেতে পারো ধীরে..
জোছনার কুয়াশায়
কিংবা এসেছিলে যেমন
বুনোফুলের করতালি হাসিতে
মুখর আকাশ প্রত্যুষে
দিয়েছিলো যে সূর্য সম্ভাষণ
চলে যেতে পারো তেমনি।

পাথেয় কিছু নেই 
যদি চাও দিতে পারি 
হৃদয়ের কড়ি
হয়তো দুর্বিপাকে কোনদিন..
জ্বালিয়ে নিবে সাহসের  শিখা
চলে যেতে পারো..।

সন্ধ্যার বাতাসে আমার 
তখনো পুড়বে বেদনার ধূপ
ইতিহাস যেমন
তেমনি জেনে নিব
ভুলের নক্ষত্র নাম ছিলো
কুষ্ঠির ছেঁড়া পাতায়
ছিলাম যেমন একদিন..
গরল সেবনে হবে নীল তেমনি
এই আকাশ হৃদয়..! 

চলে যেতে পারো
যেমন চাও.. 
যেভাবে চাও..
মনে রেখে..
না রেখে..
কিছু বলে..
না বলে..
কথার মাঝখানে কথা থামিয়ে
চলে যেতে পারো..

নিয়ে যেতে পারো সব..
স্মরণের আয়নাটাকে
যদি চাও 
ভেঙে দিতে পারো মাটিতে
ছিন্ন টুকরো সুখ-দুঃখের মতন
প্রতিবিম্ব থাকবে না আর কোন

চলে যেতে পারো..
কাছে..
দূরে..
যেখানে ইচ্ছে..
বলেছিলাম তো..
ভালোবাসায়..  ভালোবাসা ছাড়া 
থাকতে নেই আর কোন বাঁধন 
দৃশ্য..
অদৃশ্য.. 

অতীত শূন্য হবে আমার
দেখবোনা আর কোনদিন 
কৃষ্ণা দ্বাদশী রাতের
তারা ভরা আকাশ
তবু ভালো থেকো..!

জানি পুড়ে পুড়ে শুদ্ধতা র সুগন্ধ ছড়াবো
একদিন.. 
তুমি.. 
আমি.. 
আমরা সবাই..

নিভে যাওয়া শেষ তারাটির  দিকে
যদি তাকিয়েই থাকো 
কোন এক রাত জাগা ভোরে

স্মরণের জানালায়
যদি তাকিয়েই থাকো
চোখের পাতায় ধরে
গোধূলির শেষ আলো

আসবো আমি সেদিন 
নিয়ে এই কস্তুরি হৃদয়..

সুবাসিত তোমার 
স্নিগ্ধ মোমের ঘরে..!!

ফরিদ তালুকদার ।  সেপ্টেম্বর ১০, ২০১৯
টরেন্টো । কানাডা