অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আবরার -বজলুস শহীদ

বরার, আবরার
আসে নাকো বারবার,
আসে শুধু একবার।

কথা বলার সেই দেশে 
নেই আর অধিকার,  
প্রতিবাদী শব্দেরা করে শুধু 
হাহাকার! 
সেই কথা বলে গেল আবরার।।

কোথা যাবে, কোন দেশে 
নেই কোনো প্রতিকার!
জননীর কান্না, শুনছে না 
কেউ আর!
শুনে শুধু আবরার।।

মেরেছ আমাকে তুমি
কত জন মারবে?  
কবরের ঘুম ভেংগে  
এই জাতি জাগবে।
নাই পথ পালাবার
বলে গেল আবরার।।

ইতিহাস খুঁজে দেখো 
ফিরে আসে বার বার 
মিথ্যা টিকে নাকো সত্যের জয়কার
বলে গেল আবরার।।

বজলুস শহীদ । অটোয়া 
৭ অক্টোবর, ২০১৯