আঁধারের বুকে শুয়ে আছে আরও আঁধার দূর নক্ষত্রের চোখে বেদনার ফোঁটা হয়তো ছিলো দেখেনি কেউবৃষ্টি নেই শ্রাবণের ঝড় নেইতবু কেন এতো হুতাশন কাঁপে পূবের বাঁশের ঝাড়ে? মৃত্তিকাকে বুকে জড়িয়ে চিৎকার করে এক কাপালিক মায়াগুমরে উঠে নীরবতা হঠাৎ হেমলকের পেয়ালায় চুমুক দিয়ে পড়ে থাকা রাত দেখে এই ভোর তাই এতো নীলএতো সূর্য নয় নীলাভ গোলকএকি মানুষের পৃথিবী? সময়ের ভুলে এসেছিলো যে এক মানুষ রেখে গেলো এই প্রশ্ন হায়েনার দেশেআঘাতের নির্মমতা নিতে পারেনি যে শরীরযন্ত্রণা আর ক্ষোভের পাহাড় জমা শুষ্ক ঠোঁটের কোনেএকফোঁটা জলের আকুতি নিয়ে চলে গেলো আজ সে পৃথিবী ছেড়েমৃত্তিকার তপ্ত পাথরে পিঠ ঠেকিয়েআকাশের নীল গম্বুজটাকে বুকে নিয়ে পড়ে থেকেছি বহুদিন কিন্তু কখনো মনে হয়নি এমনি এতোটা ভারীযতোখানি চেপে ধরেছে তোর এপিটাফ আবরার..তুই আবারও জানিয়ে গেলিদানবতা ছাড়া আর কিছুই শিখিনি আমরা তাই এ কলম থেমে যাক এখানেই…!!ফরিদ তালুকদার । টরেন্টো
Ashram Bengali Magazine, Ottawa